ভালবাসার-প্রেমে কবিতা-সৌম্যদীপ সুর

SKYNILE
1 min readNov 3, 2019

--

ভালবাসার অপর নাম আজ ব্যাস্তত।
পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া
সময়ের সাথে চলতে চলতে
নিজ স্বত্তা ভুলিয়ে দেওয়া।

যান্ত্রিকতা আজ বড়ই মধুর।
ইমোশন দেখিয়ে কিই বা লাভ
স্বার্থ-ই আজ চালিকা শক্তি
প্রেম ভালােবাসার বড় অভাব

দুটি মনের মিলন, হিংসা
আভিমান এটাই কি ভালবাসা
নাকি কেবল বয়সের দোষ
শরীর পাওয়ার আশা।

তবে, গল্পটা ছিল একটু আলাদা।
বছর তিনেক আগে
সেসব কথা ভাবলে পরে
এখনােও বেশ লাগে।

দুচাখে তখন রঙিন স্বপ্ন
দুষ্টু মিষ্টি গল্প।
ভালবাসার ছিল না অভাব
ঝগড়া বিবাদ অল্প

কলেজের নামে কত ঘােরাঘুরি
কত-ই সিনামা দেখা
নিয়েছিলাম মােরা কত শপথ
থাকব না কোনাে দিন-ও একা

আজ আমি বড়-ই ক্লান্ত
বেচেঁ থাকার চেষ্টা
ভালবাসার উত্তাপ
শান্তির তেষ্টা।

আর আজ সবকিছু এক-ই আছে।
পুরােনো অভ্যাস
তুমি আছাে আছি আমি
শুধু ভালবাসা নিঃশেষ

দুঃখ আর লাগে না এখন……প্রেমে কবিতা

--

--

SKYNILE
SKYNILE

Written by SKYNILE

from india, engineer , musician , gym lover , artist etc

No responses yet