আমি কী রকম ভাবে বেঁচে আছি

SKYNILE
2 min readOct 31, 2019

--

the language which I use in this post is Bangla, Bangla language is an Indian language and the national language of Bangla country, so I am going to tell you the poetry of Mr. Sunil gondhopadhya the name is আমি কী রকম ভাবে বেঁচে আছি

আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ

মানুষ হয়ে জন্ম নাকি শেষ পরোহিত-কঙ্কালের পাশা খেলা

প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে

অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে

থাকি তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে আমি আক্রোশে

হেসে উঠি না আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি মশা

হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে

ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে আমার ঘর বাড়ি নাই আমি স্বপ্নের

মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুঁ

দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে

উঠতে পারি নিখিলের আমি শোবার ঘরে নিজের দুই হাত বেঁধে দেখতে

চেয়েছিলাম যীশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফূল হয়ে

ফূটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন

মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি

ঘুমিয়ে পড়েছিলাম জীবনবদল করে কোনো লাভ হলো না আমার একি

নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো

কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গমনিরত দম্পতির পাশে

শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা আমার ঘরের দেয়ালের চুন-ভাঙা দাগটিও বড়

প্রিয় গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন

থেকে বাইরে এসে দেখি উইপোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবুও অক্লেশে

হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার তো চেয়েছিলাম

ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু

ক্রমশই বেশি করে আসে সেইরকম জলতেষ্টা আর কখনও পেতো না রোজ

অন্ধকার হাতড়ে বন্ধু মানুষী তাহলে কি প্রতীক্ষায় আছে অদুরেই সংস্কৃত

শ্লোক পাপবোধের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে

না আমার পূজা ও নারী-হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দু’হাত যখন

নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল

আমার নিজের চোখ দুটোও মনে হয় একপলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশী নেই আর |

this poetry is written by sunil gondhopadhya , if you want to know more about bangla language and want to read some bangla storys and poetry then check out my blog www.kobitaokahini.com

thank you guys have a nice day

--

--

SKYNILE
SKYNILE

Written by SKYNILE

from india, engineer , musician , gym lover , artist etc

No responses yet